শিক্ষা প্রতিষ্ঠানের বেতনসহ অন্যান্য ফি, অনাবাসিক শিক্ষার্থীদের বাসা ও মেস ভাড়া মওকুফ সবার জন্য পর্যাপ্ত ডিজিটাল ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস না নেওয়ার দাবিতে আজ শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গণ কমিটির যুগ্ম সদস্য সচিব বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শম্পা বসু, মাগুরার তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব শরীফ তেহরান টুটুল, ভবতোষ বিশ্বাস জয়, মোহাম্মদ সোহেল।
বিডি প্রতিদিন/আল আমীন