টাঙ্গাইলে অসচ্ছল খেলোয়াড়দের মাঝে উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে খেলোয়াড়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-ক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্স।
জেলার দেড় শতাধিক প্রাক্তন ও বর্তমান ফুটবলার, ক্রিকেটার এবং হকি ও এথলেটদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল আলু, পিয়াজ, লবণ ও সাবান।
করোনাভাইরাসের এই দুঃসময়ে অসচ্ছল এসব খেলোয়াড় মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর্জা মঈনুল হক লিন্টু, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক জামিল, জেলা ক্রিকেট কোচ আরাফাত রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন