প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের ত্রাণ সহায়তা থেকে বাদ পড়া সমাজের নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের তালিকা করে প্রধানমন্ত্রী বরাবর দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ।
বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে এই তালিকা প্রদান করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও ৫ উপজেলার মোট ১ লাখ ৫ হাজার নামের তালিকা পাঠানো হয়েছে। আ.লীগের প্রস্তুতকৃত তালিকা গ্রহণ করেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ জানান, জেলার সকল ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের আ.লীগ নেতৃবৃন্দদের নিয়ে গঠিত কমিটি বাদ পড়াদের এই তালিকা প্রস্তুত করেছেন। এই তালিকায় আমরা প্রধান্য দেয়া হয়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের। কারণ মধ্যবিত্ত শ্রেণীর জনসাধারণ কর্মহীনভাবে থাকলেও লোকলজ্বার কারণে নিজেদের অবস্থার কথা কাউকে বলতে পারেননি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন