১৩ মে, ২০২০ ১৫:৪২

ঝিনাইদহে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

ঝিনাইদহে শুরু হয়েছে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। আজ সকালে সদর খাদ্যগুদামে এ চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশীদ। এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তাসহ মিল মালিকরা উপস্থিত ছিলেন।

জেলা খাদ্য কর্মকর্তা সেখ আনোয়ারুল ইসলাম জানান, এ বছর জেলা সদরে নিবন্ধিত ও ৫ উপজেলায় তালিকার মাধ্যমে সাড়ে ৪শ মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১৭ হাজার ৬শ ২২ মেট্টিক টন চাল সংগ্রহ শুরু করা হয়েছে। অপরদিকে সদরে ৩৯শ ১৪ মেট্রিক টনসহ ৬টি উপজেলায় ১৪ হাজার ১৪২ টন ধান সংগ্রহ করা হবে। এ ধান ও চাল অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর