মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
ডা. আরশ্বাদ উল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরী গ্রামের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক তাকে পর্যবেক্ষণের পর আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন।
এরপর তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা আগামীকাল তার নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন