গাজীপুর জেলা পুলিশের পক্ষ হতে হতদরিদ্র ও বস্তিবাসীর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী জয়দেবপুর থানার হোতাপাড়া রাজেন্দ্রপর, ভাওয়ালগড় ইউনিয়নের পাটপাচা, ভবানীপুর, বাঘের বাজার, বাড়ীয়াসহ বিভিন্ন এলাকার বস্তিবাসী ও হত দরিদ্র ৬’শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশে দিনব্যাপী এসব ত্রাণ সামগ্রী বিতরন করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাবেদুল ইসলাম জানান, পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে চাল, ডাল, তেল, আলু, চিনি, সাবান সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। করোনা ভাইরাস রোধে হত দরিদ্র মানুষের মাঝে দিনব্যাপী এসব ত্রাণসামগ্রী বিতরনকালে সাধারন মানুষদের তাদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।
ওসি আরো জানান, হতদরিদ্র মানুষের মাঝে জেলা পুলিশের এ ত্রাণ সামগ্র বিতরন অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার