লক্ষ্মীপুরে ঈদের বাজারে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্য বিধি না মানায় ৮ দোকানী ও ক্রেতাকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুর র্নিবাহী ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমিন শহরের বিভিন্ন র্মাকেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলার মাধ্যমে ৩ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেন। এসময় তাদের সতর্ক করে দেন ম্যাজিস্ট্রেট। এর আগে বেলা ১২ টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বাজার মনিটরিং করেন।
এদিকে গত ১০ মে থেকে ঈদের জন্য দোকান পাট খুলে দেয়ায় বাজার গুলোতে ক্রেতারা ভিড় জমাতে দেখা যায়। ফলে করোনা সংক্রমের ঝুঁকি বাড়ছেই।
লক্ষ্মীপুর জেলায় সর্বশেষ মঙ্গলবার ১৬ জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। মোট এ পর্যন্ত ৭৮ জন রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়ে ১৪ জন বাড়ি ফিরেছেন বলে স্থাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন