ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে একশ’ কর্মহীন অসহায় দুস্থদের হাতে ত্রাণ তুলে দেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য আবু জাফর সিদ্দিকী।
বোয়ালমারী সাতৈর বাজারস্থ নিজ কার্যালয় আজ বুধবার বিকেলে ফরিদপুর জেলা পরিষদের প্রদত্ত চাল, ডাল, আলু, সাবান এর একটি করে ত্রাণ সামগ্রীর ব্যাগ দুস্থদের হাতে তুলে দেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য আবু জাফর সিদ্দিকী।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আতিয়ার রহমান, সৈয়দ সাইদুর রহমান সজল, ময়না ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক