মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মৌলভীবাজার সড়কের লামুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানান, সিএনজি চালিত অটোরিকশার সাথে চাল ভর্তি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা আরোহী শ্রীমঙ্গল উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিতাই পদ দাস হাজরা ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি মৌলভীবাজার সদরে। তিনি শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন ব্লকে কর্মরত ছিলেন। অপর এক যাত্রীকে মৌলভীবাজার সদর হাসাপাতালে নেয়ার পর মারা যান। তার নাম-ঠিকানা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক