ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারীর বড় ভাই জসিমউদ্দিন হাজারী (৫৮) আর নেই। আজ সকাল ১০টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাতে বুকে ব্যথা অনুভব করলে রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি, মা, স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। জসিম উদ্দিন হাজারী ফেনী মাস্টার পাড়ার লমি হাজারী বাড়ির মরহুম কমিশনার জয়নাল আবেদিনের ছেলে। তার লাশ ফেনীর মাষ্টার পাড়া হাজারী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল