ঝিনাইদহে রাতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে মোমিনুর রহমান মোমিন (৪৫) নামে এক সিকিউরিটি গার্ডের মৃত্যু হয়েছে। মোমিন সদর উপজেলার বেড়বাড়ি-বানিয়াকান্দর গ্রামের টেংরা মুন্সীর ছেলে ও জোহান পার্কের সিকিউরিটি গার্ড কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে আলোর সাহায্যে বেড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে খালের দোয়ায় মোমিন তার চাচাতো ভাই সোহেলকে সাথে নিয়ে মাছ ধরে বেড়াচ্ছিল। হঠাৎ করে ওই স্থানে বিষধর সাপ মোমিনকে ছোবল দেয়। চাচাতো ভাই স্থানীয় লোকজনের সাহায্যে উদ্ধার করে রাতভর ওঝা দিয়ে ঝাড়ফুক শুরু করে। তাতে কোন কাজ হয়নি। এক পর্যায়ে মোমিন মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বিডি প্রতিদিন/হিমেল