প্রাক্তন ছাত্র ও বর্তমানে নিজেই সেই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে কুড়িগ্রামে ৫শ শিক্ষার্থীকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার মেহেদুল করিম। মেহেদুল করিম রংপুর রিজার্ভ ফোর্সের বর্তমান পুলিশ সুপার। এর আগে তিনি কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ছিলেন।
তিনি চরের মানুষের ভাগ্যোন্নয়নে চ্যারিটি ফর চেঞ্জ নামে একটি সংগঠন শুরু করেন। এর এডমিনের দায়িত্বে তিনি ২০১৮ সালে কুড়িগ্রাম জেলার এসপি থাকাকালীন সময় থেকে এ সংগঠনের পৃষ্ঠপোষকতা করে আসছেন। জেলার সাড়ে চার শতাধিক চরের মানুষের জন্য তিনি এ সংগঠন তৈরি করেন। কুড়িগ্রামের সদর উপজেলার খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজে তিনি এক সময় পড়াশুনা করতেন।
এরই অংশ হিসেবে চ্যারিটি ফর চেঞ্জ এর আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ের ছাত্র ও বর্তমানে সভাপতি হিসেবে তার পক্ষ থেকে শনিবার দুপুরে ৫ শতাধিক শিক্ষার্থীকে ২ লাখ টাকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রীতা রানী দেব, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলু, গভর্নিং বডির সদস্য আমিনুল ইসলাম মানিক, আব্দুল কাইউম, শিক্ষক প্রতিনিধি রেজাউল কবির ও সহকারি প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ। প্রত্যেক শিক্ষার্থীকে এক কেজি পোলাওয়ের চাল, একটি মুরগি, আধা কেজি লাচ্চা সেমাই, আধা কেজি চিনি, আধা লিটার সয়াবিন তেল ও আধা কেজি পিয়াজ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন