বাড়ি বাড়ি ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন নড়াইল জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান। প্রতিদিন বিকেল থেকে রাত অবধি ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি। গত তিনদিন ধরে এ কার্যক্রম চালু আছে। আজও কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, দুধ, চিনিগুড়া পোলাও চাল, ভাতের চাল, আলু, তেল, লবণ ও সাবান।
এ ব্যাপারে জেলা যুবলীগের আহবায়ক ওয়াহিদুজ্জামান বলেন, করোনা মোকাবিলায় শুরু থেকেই মাঠে আছি। অসহায় মানুষের পাশে থাকার জন্য মোবাইল ফোন নাম্বার চালু করেছি। সেই নাম্বারে ফোন বা এসএমএস পেলে সেখানে ছুটে যাই। আমার স্বেচ্ছাসেবকেরা মোটরসাইকেলযোগে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ পর্যন্ত প্রায় ১০ হাজার খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। কয়েকদিন ধরে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছি। ঈদের পরেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আল আমীন