নরসিংদীতে গরীব, দুঃখী, অসহায়, দুস্থ ও নিম্ন মধ্যবিত্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে দিনভর পৌর শহরের বিভিন্ন এলাকার মানুষদের মধ্য এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনে উদ্যাগে জেলা যুবদলের পক্ষ থেকে খাদ্যসামগ্রী সাধারণ মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাছানের নেতৃত্বে উপস্থিত ছিলেন ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি নাজিমুল আহসান চঞ্চল, নরসিংদী শহর বিএনপির সহসভাপতি আলমগীর হোসাইন, সহসভাপতি আসাদুজ্জামান স্বপন, সহসভাপতি মোমেন সিকদার, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক মনির হোসেন সাগর, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সজল প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন