প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না। আমরা একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি কওে নেব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দুর্যোগ কাটিয়ে উঠবোই। আজ সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদোগে অসহায়, দুস্থ ও কর্মহীন ১৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেছেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডা. আবদুল আজিজ।
তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের পূর্বে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আইয়ুবুর রহমান রাজনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক, তাড়াশ সদর চেয়ারম্যান বাবুল শেখ, তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন প্রমুখ বক্তৃতা করেন।
তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আইয়ুবুর রহমান রাজন জানান, বাংলাদেশ সরকারের মানবিক প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আমরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরো জানান, ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, লাচ্চা, তেল, পোলাউর চাল, মুরগি, দুধসহ নানা সামগ্রী।
এদিকে দপুরে উপজেলার মঙ্গলবাড়িয়া বাজারে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আবদুল আজিজ। সেনাবাহিনীর সাবেক সদস্য ও বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক সিরাজ সরকারের তিন মাসের রেশনের টাকায় ১৫০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, তেল, সেমাই, লাচ্ছা, গুড়া দুধ।
বিডি প্রতিদিন/আল আমীন