নরসিংদীর রায়পুরার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা সংকটে কর্মহীন ১২শ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতরের খাদ্যসামগ্রী বিতরণ করেছে যুবলীগ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী নেতা মোহাম্মদ সোহেল পারভেজ উপজেলার ডৌকারচর ইউনিয়নের ৩টি স্থানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, ডৌকাচর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা মিজান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন