বগুড়ায় শেষ মূহুর্তে ঈদ সামগ্রী পেয়ে আনন্দে হাসলো বাস পরিবহন শ্রমিকরা। টানা লকডাউনের কারণে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বেশ কিছু চালক, হেলপার ও দূরপাল্লার বাসের শ্রমিকরা করোনাভাইরাসের কারণে নানা সংকটে দিন পার করছিল। ঈদ করার মত তাদের ঘরে তেমন ঈদ সামগ্রীও ছিল না।
ঈদ সামগ্রী না থাকার সংবাদ পেয়ে জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলাম অর্ধশত শ্রমিকের মাঝে ঈদ সমাগ্রী হিসেবে লাচ্ছা, সেমাই, দুধ, চাল, চিনি তাদের হাতে তুলে দেন। রবিবার শহরের ঠনঠনিয়ায় প্যানেল মেয়র আমিনুল ইসলামের পক্ষে ঈদ সামগ্রী তুলে দেন বাংলাদেশ প্রতিদিনের বগুড়ার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু ও দৈনিক উত্তরের দর্পণ পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক বণিকবার্তার বগুড়া প্রতিনিধি এইচ আলিম, যুবলীগ নেতা লিটন রহমান, ঠনঠনিয়া এলাকার বাসিন্দা আরিফ, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ঠনঠনিয়া ঢাকা গামী বাসস্ট্যান্ডের শ্রমিকরা।
বিডি প্রতিদিন/আল আমীন