শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল দরিদ্র অসহায় ঘরবন্দি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। শরীয়তপুর পৌরসভা চত্বরে শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন।
মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার ২ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলার চাল, গুড়া দুধ, সেমাই, চিনি, সাবান ইত্যাদি। এসময় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মেয়র রফিকুল ইসলামকে ধন্যবাদ দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল দুর্যোগ দূর্বিপাকে মানুষের পাশে থাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশেরমত শরীয়তপুরের পালং জাজিরাতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় দুস্থদের পাশে এসে দাঁড়িয়েছে। এ এলাকার কোনো মানুষ খাদ্যের অভাবে যাতে কষ্ট না পায় সে লক্ষে কাজ করে যাচ্ছি আমরা।
এদিকে, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামানের পক্ষ থেকে জেলার সকল চৌকিদার ও দফেদারদের মাঝে ঈদ উপলক্ষে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। এছাড়া ইমাম মুয়াজ্জিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলার ৪শ ইমাম মুয়াজ্জিমকে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সেমাই, চিনি প্রদান করা হয়। পালং মডেল থানা চত্বরে পুলিশ সুপার আশ্রাফুজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম