টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মো. আজিম উদ্দিন (৩৪) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটর সাইকেলের দুই যাত্রী আহত হয়েছেন।
রবিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়কের নগর জলফৈ এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত চালক সিরাজগঞ্জের সরকার পাড়া গ্রামের মুশারফ হোসেনের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, মোটরসাইকেল ভাড়া করে সিরাজগঞ্জের কড্ডার মোড় হতে ঢাকার জিরানী বাজার উদ্দেশ্যে রওনা হয় পিতা ও পুত্র। মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎ এর খুটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরত্বর ভাবে আহত হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত ডাক্তার মোটরসাইকেলের চালক আ. আজিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার