করোনা প্রাদুর্ভাব এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নীলফামারীতে দুস্থ এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। রবিবার দুপুরে শহরের অফিসার্স ক্লাবে ‘ফুড ব্যাংকের’ সহযোগিতায় এসব বিতরণ করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম জানান, খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, তেল, সাবান, সেমাই, চিনি, দুধ ও বিস্কুট।
বিডি প্রতিদিন/আল আমীন