আগামীকাল বগুড়া শহরের সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহে কোন জামায়াত অনুষ্ঠিত হবেনা। তার পরিবর্তে প্রধান জামায়াত বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে হবে।
কেন্দ্রীয় ঈদগাহের ইমাম হযরত মাওলানা আব্দুল কাদের জানিয়েছেন, বায়তুর রহমান মসজিদে ঈদের প্রথম জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এরপর ২য় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়া বগুড়া শহরের বিভিন্ন মসজিদে সকাল ৮টা থেকে সকাল ১০টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আল আমীন