করোনাভাইরাসের প্রভাবে নেত্রকোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে জেলা যুবদলের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে পৌর শহরের সাতপাইস্থ নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠ গেইটের সামনে এই ঈদ সামগ্রি বিরতণ কার্যক্রম করা হয়।
সদর উপজেলার বিভিন্ন এলাকার আড়াই শতাধিক নিন্ম আয়ের মানুষের মাঝে চাল, ডাল, চিনি, সেমাইসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সকল উপহার সামগ্রী বিতরণ করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন ও সাংগঠনিক সম্পাদক, হাসনাত হাসান সৈকত।
এ সময় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ-সভাপতি ফারুক আহমেদ, লায়ন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লাক মিয়া, ত্রাণ সম্পাদক উজ্জ্বল ইসলাম, ছাত্রদল নেতা শাহালম খান কারন প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম