করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে সব কিছু। এতে অসহায় হয়ে পড়েছেন নিম্নবিত্ত মানুষেরা। তাদের খাদ্য ও ত্রাণ সহযোগিতা দিয়ে চলেছেন বগুড়ার কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
সাধ্যমতো নিজস্ব অর্থায়নের এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন এই সংসদ সদস্য। দেশে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই মানুষের বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবারও বিতরণ করেছেন ঈদ সামগ্রী।
কাহালু উপজেলা সদরের উলট্র ঈদগাহ মাঠে ও লক্ষীপুর বাবুর বাড়িতে দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করেছেন ঈদ সামগ্রী। এসময় দলীয় নেতাকর্মীর মাঝেও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত