২৪ মে, ২০২০ ১৯:৪৭

ত্রিশালে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার

ময়মনসিংহ প্রতিনিধি:

ত্রিশালে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের আওতাধীন প্রতিষ্ঠান আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস এর উদ্যোগে এ সহায়তা দেয়া হয়।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চেলেরঘাট এলাকায় মিলিটারী ট্রেনিং এরিয়ার আশেপাশে দরিদ্র দু-শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার ঘরে ঘরে পৌছে কর্মরত সেনাসদস্যরা। এসময় উপস্থিত ছিলেন মেজর কাইসার, ক্যাপ্টেন মুনতাসিরসহ সেনা কর্মকর্তারা।

মেজর কাইসার জানান, বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি যে কোন দুর্যোগে আর্তমানবতার সেবায় মাঠে কাজ করে। আমাদের সেনাপ্রধানের ঈদ উপহার হিসেবে আমার ত্রিশাল উপজেলার ট্রেনিং ক্যাম্পের আশেপাশে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দিয়েছি। এই উপহার সামগ্রীর সার্বিক তত্বাবধানে আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং এন্ড স্পোর্টস সদস্যরা কাজ করেছেন। 
 
বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর