২৪ মে, ২০২০ ২০:২৯

নাসিরনগরে ২০ দোকানে তালা, ৯ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নাসিরনগরে ২০ দোকানে তালা, ৯ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে (ফার্মেসী, কাচাঁমাল পন্য ও মুদি দোকান ব্যতিত) দোকান খোলা রেখে সংক্রামক ছড়ানোর দায়ে ব্যবসায়ীসহ ৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাছাড়া ২০টি দোকানে তালা দেয়া হয়।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমা আশরাফী  এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে গঠিত পৃথক দুটি ভ্রাম্যমান আদালত উপজেলা সদরসহ উপজেলার ফান্দাউক, নুরপুর বাজার ও চৈয়ারকুড়ি বাজারে অভিযান চালিয়ে ৬ জন ব্যবসায়ীসহ ৯ জনকে ১১ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন। তাছাড়া ফান্দাউক বাজারে দোকান খোলার দায়ে ২০টি কাপড় ও জুতার দোকানে তালা দেয়া হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমা আশরাফী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর