২৯ মে, ২০২০ ১২:২০

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু ঘটেছে। তিনি কুড়িগ্রাম আলিয়া মাদরাসার ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক বলে জানা যায়। এছাড়াও ফুলবাড়ীতে এক স্টাফ নার্সের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হলো ৬৪ জন। 

উপসর্গ নিয়ে মৃত শিক্ষকের বড়ভাই একটি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুরুল হক জানান, সদর উপজেলার পলাশবাড়ী গ্রামে তার ছোট ভাই ঈদের আগে মসজিদে এতেকাফে থাকাকালীন সর্দি, কাশি ও জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে এতেকাফ ছেড়ে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত তার ফলাফল আসেনি জেলা স্বাস্থ্যবিভাগের কাছে বলে জানা যায়।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, উপসর্গ নিয়ে আক্রান্ত শিক্ষকের এখনও ফলাফল পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার রাতে একজনের করোনা পজিটিভ তথ্য এসেছে  তিনি ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স। এ নিয়ে জেলায় ৬৪ জন করোনা পজিটিভ শনাক্ত হলো। সুস্থ হলেন ২৯জন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর