২৯ মে, ২০২০ ১৮:৫৮

আত্রাই নদীতে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

আত্রাই নদীতে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু

দিনাজপুরে আত্রাই নদীতে কয়েকজন বন্ধু গোসল করতে নেমে ২ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ ৪ ঘন্টা পর পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী ইউনিট ওই দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে কয়েকজন আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। 

মৃত দুই কিশোর হলো- রাহিম ইসলাম (১৭)। সে ঠাকুরগাও জিলা স্কুলের দশম শ্রেনীর ছাত্র ও ঠাকুরগাওয়ের গড়েয়া গোপালপুরের রবিউল ইসলামের ছেলে।  সৌরভ ইসলাম (১৮)। সে গড়েয়া ডিগ্রি কলেজের এইচএসসি’র ছাত্র ও একই এলাকার নাজমুল ইসলামের ছেলে বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরের দিকে ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকার কয়েকজন বন্ধু ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাটে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসল করতে নামে। তীরে সবাই উঠে এলেও ওই দুই কিশোর নদীর পানিতে তলিয়ে যায়। শত শত স্থানীয় মানুষ নদীর পানিতে তাদের উদ্ধারের চেষ্ঠা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস খানসামার দল এসে উদ্ধারের চেষ্ঠা চালায়। 

প্রায় দুই ঘন্টা পর খানসামা ফায়ার সার্ভিস ও পুলিশ এর সহায়তায় মোঃ সৌরভ ইসলামের (১৮) মৃতদেহ উদ্ধার করা হয়। পরে রাহিম ইসলামকে (১৭) ফায়ার সার্ভিসের রংপুর ডুবুরি দলের সহায়তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খানসামা থানার ওসিশেখ কামাল হোসেন, বীরগঞ্জ উপজেলা ইউএনও মোঃ ইয়ামিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি পুলিশ সদস্যরাও উদ্ধার কাজ চালিয়ে দুইজনেরই মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর