নীলফামারীর ডিমলায় সরকারি খাদ্য গুদামের প্রায় ১ কোটি টাকা মূল্যের চাল আর খালি বস্তা আত্মসাতের অভিযোগে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে ডিমলা থানায় দায়ের করা হয়েছে মামলা।
খাদ্য বিভাগ জানিয়েছে, বিভিন্ন সময়ে অভিনব পন্থায় চাল আত্মসাতের অভিযোগে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির প্রধান নীলফামারী সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ হাসান গত ৭ ও ৮ জুন সরেজমিনে তদন্ত করেন। প্রাথমিক তদন্তে ৮০ লাখ ৩০ হাজার ৮৭৮ টাকা মূল্যের ১৮৯ দশমিক ২৭০ মেট্রিক টন চাল ও ১০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ৫০ কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন ১৩ হাজার ৪২৫টি খালি বস্তা আত্মসাত করেন।
এ অভিযোগে কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার রায়কে সাময়িক বরখাস্ত করেন। এ ব্যাপারে ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জগদীশ চন্দ্র সরকার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গুদাম সিলগালা করেন। তবে পরবর্তীতে প্রশাসনিক ভাবে গঠিত কমিটি শতভাগ ওজন করে প্রকৃত আত্মসাতের পরিমাণ নিরুপন করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন