১২ জুলাই, ২০২০ ২১:১৪

ধুনটে হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

ধুনটে হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় পরকীয়ার কারণে দিনদুপুরে ঘরে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আব্দুল খালেককে (৫৫) হত্যা করা হয়। নিহত আব্দুল খালেক উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি চকমেহেদী গ্রামের কেসমত আলীর ছেলে।    

শনিবার দুপুর ২টার দিকে আব্দুল খালেকের নিজের ঘরের মধ্য এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিকুল ইসলাম (৪২) কে আটক করে।  

রবিবার বিকেল ৪টার দিকে ঘটনার মূলহোতা  রফিকুল ইসলামকে (৪২) বগুড়া জেলা সিনিয়র জুডিশিয়াল হাকিমের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে নিজের দোষ স্বীকার করেন। এ হত্যাকান্ডে রফিকুল ইসলাম একাই জড়িত বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। পরে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় নিহতের ছেলে রবিউল হাসান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর