সিরাজগঞ্জের বেলকুচিতে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে তুহিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে পুলিশ উপজেলার বড়ধুল ইউনিয়নের দুর্গম চরাঞ্চল কীর্তিখোলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেন। তুহিন বড়ধূল ইউনিয়ের বড়ধূল গ্রামের আবুল কাশেমের ছেলে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকী জানান, বেশ কিছুদিন আগে কীর্তিখোলা গ্রামের আব্দুল হাই ও তার ছেলেরা তুহিনের কাছ থেকে ৭০ হাজার টাকা দাদন নিয়েছিলেন। টাকা পরিশোধের জন্য তাদের কয়েকদিন ধরেই তাগাদা দিচ্ছিন তুহিন। মঙ্গলবার রাতে তুহিনকে টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে যান আব্দুল হাই। পরে রাতেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। সকালে আব্দুল হাইয়ের বাড়ির পেছন থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে আব্দুল হাই ও তার ছেলেরা পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলার মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার