টাঙ্গাইলের মধুুপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা মামলার অন্যতম আসামি জোয়াদ আলীকে আবারো ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে জোয়াদ আলীকে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞসাবাদ করে মধুপুর থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলের সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সামছুল আলম শুনানি শেষে আসামী জোয়াদ আলীকে পুণরায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কোর্ট ইনস্পেক্টর তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
মধুপুর থানার ওসি তারিক কামাল ও মামালার তদন্তকারী অফিসার পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, চাঞ্চল্যকর এ মামলার অন্যতম আসামী জোয়াদ আলীকে আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডে এনে জিজ্ঞসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের ব্যাপারে গুরুত্বপর্ণ তথ্য দিয়েছে। অধিক তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বিধায় বৃহস্পতিবার দুপুরে ফের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত শুনানী শেষে পুণরায় ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন।
উল্লেখ্য, গত বুধবার (১৫ জুলাই) টাঙ্গাইলের মধুপুরে নৃশংসভাবে খুন হন আব্দুল গণি, স্ত্রী কাদীরণ বেগম, পুত্র কলেজ ছাত্র তাইজুল ইসলাম এবং কন্যা মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী সদিয়া খাতুন এ ঘটনায় গত শুক্রবার (১৭ জুলাই) মধুপুর পৌর শহরের মাষ্টার পাড়ার গণি মিয়ার বাসা থেকে এ ৪ জনের লাশ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ। ওই দিন রাতেই নিহত আ. গণির বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার