চাঁদপুরে শহরের তালতলা বাসস্ট্যান্ডে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার দুপুরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। গোডাউনের পাশেই বসবাসকারী বেশ কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে নিরাপদে চলে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গোডাউনে কর্মরত ৭/৮জন শ্রমিকের সবাই নিরাপদে বেরিয়ে গেলেও সায়রা বেগম (৩০) নামের একজন শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে যায়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. লিটন আহমেদ জানান, তাদের ৩টি ইউনিটের ১৬ জন সদস্য দীর্ঘ ২ ঘন্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। গোডাউনের মালিক বা তার পক্ষের কাউকে না পাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। তবে তিনি তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ নিরুপণ করার কথাও জানান।
বিডি প্রতিদিন/আল আমীন