করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চার মাস বন্ধের পর কয়েকদিনের মধ্যেই আবারও উৎপাদনে যাচ্ছে দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি।
এরই মধ্যে এক বছর বাড়ানো হয়েছে পাথর উত্তোলনের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান জামর্নিয়া ট্রেস্ট কনসোরটিয়াম (জিটিসি)-এর চুক্তির মেয়াদ। কর্তৃপক্ষ বলছে, ইতোমধ্যেই শ্রমিকরা কাজে যোগদান করেছে। কিছুটা পরিকল্পনার মাধ্যমে শিগগিরই শুরু হবে উত্তোলন।
পাথর খনিতে কাজে যোগদান করেছে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) অধীনে কর্মরত প্রায় ৭ শতাধিক শ্রমিক। বিভিন্ন বৈঠকের পর বুধবার বিকেলে খনির অভ্যন্তরে শ্রমিকরা কাজে যোগদান করে। এদিকে উৎপাদন প্রক্রিয়া শুরু করেছে জিটিসি। অপরদিকে, খনি শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে সরকার সাধারণ ছুটি ঘোষণা করলে মধ্যপাড়া খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ঠিকাদার জিটিসি গত ২৬ মার্চ থেকে পাথর উৎপাদন বন্ধ রাখে। পরে সাধারণ ছুটি শেষে দেশের বিভিন্ন কলকারখানা চালু হলেও, বিদেশি প্রকৌশলী না থাকায় মধ্যপাড়া খনির উৎপাদন বন্ধ রাখা হয়।
উত্তোলনের ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি পরিকল্পনা করছে এবং শীঘ্রই তারা সরকারের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যবিধি অনুসরণ করে উৎপাদনে যাবে।
বিডি প্রতিদিন/এজে