গত কয়েকদিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীর পানি কমতে শুরু করে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পদ্মা নদীর তিনটি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। রাজবাড়ীর তিনটি পয়েন্টের মধ্যে দুইটি পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গেজ স্টেশনে পদ্মা নদীর পানি ০.০৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.১৩ সেন্টিমিটার এবং পাংশা উপজেলার ০.০৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ০.১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে রাজবাড়ী সদর উপজেলার মহেন্দ্রপুর গেজ স্টেশনে পদ্মা নদীর পানি ০.০৬ সিন্টেমিটার বৃদ্ধি পেলেও পদ্মা নদীর পানি ০.৪২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে ভারতে ব্যাপক বৃষ্টিপাত হবার কারণে তারা কয়েকটি বাঁধ ছেড়ে দেয়াসহ উপকূলীয় অঞ্চলে নিম্নচাপের কারণে দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী এক সপ্তাহ পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। তবে পানি বৃদ্ধির অব্যাহত থাকলেও রাজবাড়ীতে আর বন্যার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন