শিরোনাম
২৫ আগস্ট, ২০২০ ১৯:২১

হালুয়াঘাটে দুই করাতকলের মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাটে দুই করাতকলের মালিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে করাতকল পরিচালনা করায় দুই মিল মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে যত্রতত্র গাড়ি রাখার দায়ে দু’টি পরিবহনের মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার পৌরশহরের কালাপগালা ও বাস টার্মিনাল এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদের ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের মোট ১২ হাজার টাকা জরিমানা করেন। 

অভিযান পরিচালনাকালে বন বিভাগের পক্ষে ছিলেন রেঞ্জ কর্মকর্তা (গৌরীপুর সার্কেল) লুৎফর রহমান, উপজেলা বন কর্মকর্তা হাবিবুর রহমানসহ হালুয়াঘাট থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম জানান, দু’টি করাতকলের লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্স করার জন্য তাদের আগামী ১৫ দিনের সময় বেধে দেওয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/ আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর