বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভাই পাগল মাজারে বিরল প্রজাতির কর্পূর বৃক্ষ রোপন করা হয়েছে। শুক্রবার সকালে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু এ কমসূচির উদ্বোধন করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, কোষাধক্ষ্য মাসুদুর রহমান মিলন সিআইপি , সাবেক দপ্তর সম্পাদক জাকির হোসেন নবাব,সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক সুলতান মাহমুদ খান রনি,সাবেক উপ-প্রচারও প্রকাশনা সম্পাদক আল রাজী জুয়েল।
বৃক্ষ রোপন কর্মসূচিতে মজিবর রহমান মজনু বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশকে আবারও পাকিস্তান করার অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বাহক শেখ হাসিনার নেতৃত্বে তার নস্যাৎ হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল