বাগেরহাটের মোরেলগঞ্জে রিয়াজুল হাসান বায়েজিদ (৩০) নামে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সন্ন্যাসী বাজারে দোকানসংলগ্ন নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
রিয়াজুলের বোন রুনা বেগম বলেন, রিয়াজুলকে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী ও একটি শিশু সন্তান রয়েছে। রিয়াজুলকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের এসআই নুরুল ইসলাম বলেন, রিয়াজুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানতে লাশের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই