২৯ আগস্ট, ২০২০ ১৮:০১

লাকসামে সাঁকো নির্মাণ করলো ভিক্টোরি অব হিউম্যানিটি

লাকসাম প্রতিনিধি

লাকসামে সাঁকো নির্মাণ করলো ভিক্টোরি অব হিউম্যানিটি

কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করেছে মানবিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন। 

আজ শনিবার (২৯ আগস্ট) সংগঠনের ১৫ জন স্বেচ্ছাসেবী সকাল থেকে দুপুর পর্যন্ত নিরলস পরিশ্রম করে সাঁকোটির নির্মাণ কাজ শেষ করেন। স্বপ্নের সাঁকো পেয়ে দুর্ভোগে থাকা গ্রামবাসীর মুখে হাসি ফুটেছে।

জানা যায়, উপজেলার ইরুয়াইন পশ্চিমপাড়ার একটি সড়ক চলতি বর্ষা মৌসুমে পানিতে ডুবে যাওয়ায় বেশ কয়েকটি পরিবার খুব কষ্টে চলাচল করছিল। বিষয়টি জানতে পেরে মানবিক সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটির স্বেচ্ছাসেবীরা পানিতে ডুবে যাওয়া সড়কে বাঁশের সাঁকো নির্মাণ করে দেন।

নির্মাণ কার্যক্রমে অংশ নেন, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, সদস্য আল হাদী, তুষার আহমেদ, শাহপরান, রায়হান আহমেদ, স্বাধীন আলম, ফয়সাল আহমেদ, মোহাম্মদ বাকী, তানভীর হোসেন, রবিউল হোসেন, জোবায়ের হোসেন, শাহপরান, রনি, শিহাব প্রমুখ।

ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন বলেন, সমাজের প্রতিটি স্তরে তরুণ প্রজন্ম এভাবে এগিয়ে আসলে মানুষ উপকৃত হবে। মানবিকতায় ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের এমন জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিডি প্রতিদিন/ আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর