৮ সেপ্টেম্বর, ২০২০ ১৮:২৩

নাঙ্গলকোটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

লাকসাম প্রতিনিধি

নাঙ্গলকোটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘কোভিড-১৯ সংকট স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ শীর্ষক স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লামইয়া সাইফুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র, মাস্টার হুমায়ুন কবির।

উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষা কর্মকর্তা হোসাইন আহম্মেদ, মাস্টার রমজান আলী, পল্লী রেনেসাঁ সংস্থা পরশ নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন, সুহৃদ এর প্রোগ্রাম অফিসার হায়াতুন নবী মানিক, মার্কস কুমিল্লার ব্যবস্থাপক মিজানুর রহমান, প্রত্যয় কুমিল্লার প্রশিক্ষণ কর্মকর্তা নিজাম উদ্দিন, পি.ডাব্লিউ.এফ লাকসাম প্রোগ্রাম অফিসার মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার নিজাম উদ্দিন মজুমদার। এর আগে সুহৃদের নির্বাহী পরিচালক ড. হারুন রশিদ মজুমদারের উদ্যোগে আলোচনা সভা হোসাখাল সুহৃদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/ আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর