১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ মামলায় যমুনা ব্যাংকের বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপকের দুই স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ ও ফ্ল্যাট ক্রোক করা হয়েছে। একই সঙ্গে ওই ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত নিগার সুলতানার ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে।
রবিবার বগুড়ার জেলা জজ নরেশ চন্দ্র সরকার এই আদেশ দেন। বগুড়া দুর্নীতি দমন কমিশনের পিপি আবুল কালাম আজাদ বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার ব্যাংক কর্মকর্তা সওগাত আরমানের দুই স্ত্রীর নামে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে। আদালত ওই ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন। তাদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
একই সঙ্গে ওই ব্যাংকের প্রধান কার্যালয়ে ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত নিগার সুলতনার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তার ব্যাংক হিসাবে সওগাত আরমান আত্মসাতের টাকা লেনদেন করেছেন বলে জানান তিনি।
সওগাত আরমানকে গত ২৯ জুলাই যমুনা ব্যাংকের বগুড়া শাখা থেকে গ্রেফতার করা হয়। বগুড়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সওগাত আরমানের বিরুদ্ধে ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে মামলা রয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।
বিডি প্রতিদিন/এমআই