২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৯:২৮

চাঁদপুর যেন ইজিবাইকের শহর

নেয়ামত হোসেন, চাঁদপুর

চাঁদপুর যেন ইজিবাইকের শহর

চাঁদপুরে পৌর কর্তৃপক্ষ আরও শতাধিক ইজিবাইকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। তবে বর্তমানে যে পরিমাণ ইজিবাইক রয়েছে, তার সাথে নতুন করে আরও ১০০টি যুক্ত হলে শহরবাসীর ভোগান্তি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

কারণ, পুরো শহরে এখনই যানজট লেগে থাকে। অনেকে আবার চাঁদপুরকে ‘ইজিবাইকের শহর’ বলে মনে করেন। 

জানা যায়, চাঁদপুর পৌরসভার সড়কগুলোতে প্রায় ৯ হাজারের মতো ইজিবাইক, অটোরিকশা ও প্যাডেল চালিত রিকশা চলাচল করছে। এর মধ্যে ৫ হাজার ইজিবাইক রয়েছে।

এসবের মধ্যে আড়াই হাজারের মতো ইজিবাইকের লাইসেন্স আছে, বাকিগুলো লাইসেন্সবিহীন। অপরদিকে, অপ্রাপ্ত থেকে শুরু করে বয়স্ক যে কেউ ইজিবাইকের চালক। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

লাইসেন্স শাখার প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে শহরে রিকশা লাইসেন্সকৃত রয়েছে ১ হাজার। রিকশায় মোটর লাগিয়ে ‘মোটর রিকশা’ নামে অবৈধভাবে চলছে আরও প্রায় ৩ হাজার। এক কথায় চাঁদপুর পৌর এলাকায় ৬ হাজারের মতো ইজিবাইক এবং ৩ হাজার রিকশা ও অটোরিকশাসহ মোট ৯ হাজার ছোট যানবাহন চলাচল করছে।

লাইসেন্স শাখার প্রধান মোশাররফ হোসেন পাটওয়ারী বলেন, পৌর মেয়র ও পরিষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১০০ ইজিবাইকের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত আছে। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর