প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নীলফামারীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে সদর উপজেলা পরিষদ।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং উপার্জন সহায়তা উপকরণ বিতরণ করা হয়।
এছাড়া জোহরের নামাজের পর উপজেলা পরিষদ জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার।
পরে বার্ষিক উন্নয়ন তহবিল (২০১৯-২০২০) অর্থ বছর থেকে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ২২১টি নলকূপ, শিক্ষা প্রতিষ্ঠানে ১৯০টি ফুটবল, ১০টি ক্রিকেট সেট, ১৬০টি ভলিবল, ৭০টি ব্যাডমিন্টন, ৪৭০টি অভিধান, ২৭০টি বৈদ্যুতিক পাখা, ১ হাজার ৩৩৩টি স্যানিটারি ন্যাপকিন ও ৪৫টি সেলাই মেশিন বিতরণ করা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের মাঝে।
বিডি প্রতিদিন/এমআই