২২ অক্টোবর, ২০২০ ১৯:২৮

মুজিববর্ষ উপলক্ষে শেরপুর প্রেসক্লাবে বই প্রদান

শেরপুর প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে শেরপুর প্রেসক্লাবে বই প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বই প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।

প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

পরে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিয়য় সভায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ। সভায় ভার্চুয়ালে যুক্ত হন সংগঠনের সভাপতি মোল্লা জালাল উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সিনিয়র সাংবাদিক আব্দুর রফিক মজিদ, হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল প্রমুখ।

বক্তারা করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরে প্রণোদনা সহায়তা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ওইসময় ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর