‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- এই স্লোগানকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনুু মিয়া।
এভারগ্রীন বহুমুখী সমবায় সমিতির সদস্য শেখ আহসান মাহমুদ রিপনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রানী তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, সাবেক ছাত্রনেতা তপন কুমার দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন মাহতাবপুর মৎস্য আড়তদার ও ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শামসুল হক মোল্লা,
বিআরডিবি অফিস সহকারী রফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ তিনটি সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ