কক্সবাজারের চকরিয়ায় শ্মশান থেকে সুমন বড়ুয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) ভোরে উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের বড়ুয়া পাড়ার একটি শ্মশান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সুমন বড়ুয়া ওই এলাকার সচিন্দ্র বড়ুয়ার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রির সহকারী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে সুমন স্থানীয় একটি শ্মশানে নির্মাণ কাজে যান। হেডমিস্ত্রি পায়ে আঘাত পেয়ে সকাল ১০টার দিকে ফিরে আসলেও সুমন একাই কাজ চালিয়ে যাচ্ছিলেন। দুপুরে খাবারের সময় বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। রাতে মোবাইলে একাধিকবার কল দিলেও কোনো সাড়া না পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় খোঁজ চালানো হয়। একপর্যায়ে শ্মশানে তার উপুড় হয়ে থাকা মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহের মুখের ডান পাশে থেতলানো দাগ রয়েছে এবং জিহ্বা কামড়ানো অবস্থায় ছিল। শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/মুসা