নিখোঁজের ৩ দিন পর বগুড়ার গাবতলী উপজেলায় একটি বিল থেকে শামীম আহম্মেদ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। সে ওই ইউনিয়নের শাহাদৎ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নিহত শামীম দাদনের ব্যবসা করতো। শুক্রবার রাত ৮ টার দিকে বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি না ফেরায় ওই যুবককে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। পরে শামীমের মামা মহিদুল ওই রাতেই গাবতলী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে সোমবার সকালে মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া বিল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বগুড়ার গাবতলী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার