নোয়াখালীর বেগমগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। সোমবার দুপুরে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে অভিযান চালিয়ে আলাইয়াপুরের ২নং ওয়ার্ডের মজিদ পাটোয়ারী বাড়ীর মৃত নুর মোহাম্মদের ছেলে ও টিটু বাহিনীর দুর্ধষ অস্ত্রধারী সন্ত্রাসী নুর উদ্দিন সজিবকে (২৫) আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এছাড়াও একই দিন রাতের বিভিন্ন সময় উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে বেগমগঞ্জের উত্তর গনিপুরের মন্জুর আলী যাদার বাড়ীর নুরুল আমিন ওরফে কালা (৩৫)কে ৫০০গ্রাম গাঁজাসহ, জিআর মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলার করিমপুরের মো.সাইফুল ইসলাম (৩৫), জিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী উপজেলা গনিপুরের আব্দুল মজিদ ওরফে ছোটন (২৪), নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি একলাশপুরের রাশেদ (৩৫), সিআর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি বারইচতল গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. সোহেল মিয়া (৩২) এবং অর্থজারী মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি দুর্গাপুর গ্রামের আনোয়ার হোসেন (৪৫) কে আটক করে পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার