বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, কাহালুর উত্তরসূরী ফেসবুক গ্রুপের সঙ্গে আমি আছি, থাকবো এবং সকল ভাল কাজে আমার সার্বিক সহযোগিতা থাববে। কাহালুর উত্তরসূরী ফেসবুক গ্রুপ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কভিড-১৯) এর মধ্যে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজনে করে ছাত্র/ছাত্রীদের পড়ার প্রতি যে উৎসাহিত করছে এটা একটি মহৎ উদ্যোগ।
সোমবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ হলরুমে “কাহালুর উত্তরসূরী” ফেসবুক গ্রুপ এর আয়োজনে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার বিতরণী ও বাল্যবিবাহ বিরোধী নাটিকা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। “কাহালুর উত্তরসূরী” ফেসবুক গ্রুপ এর সভাপতি ও এডমিন আতিকুল ইসলাম (আতিক) ও সাধারণ সম্পাদক এবং মডারেটর শাকিল আহম্মেদ (সুজন) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম প্রমুখ। বাল্যবিবাহ বিরোধী নাটিকা প্রদর্শনী শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণী করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন