অধ্যাপক মো. আলাউদ্দিন মৃধা নাটোর জেলা জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। সোমবার পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি অধ্যাপক আলাউদ্দিন মৃধা হাতে পান।
৮ নভেম্বর স্বাক্ষরিত ওই চিঠিতে জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন ও কার্যকরের বিষয়টি বলা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ককে নির্দেশ দেয়া হয়েছে।
অধ্যাপক আলাউদ্দিন মৃধা ১২ বছর অধ্যাপনা করেছেন। পরবর্তীতে তিনি অধ্যাপনা ছেড়ে ব্যবসা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে নিজেকে জড়িত করেন।
বিডি প্রতিদিন/ফারজানা