হবিগঞ্জের আজমিরীগঞ্জে আগুনে পুড়ে গেছে ১০টি দোকান। এতে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ বিকেল ৩টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার লাল মিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ পৌরসভার কাউন্সিলর স্বপন বণিক জানান, লাল মিয়া বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ১০টি দোকান পুড়ে গেছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান, পৌর প্রশাসক গোলাম ফারুক, অ্যাসিল্যান্ড উত্তম কুমার দাশ ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার